৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৬:৫৬
মুন্সিগঞ্জে পড়ে থাকা ফলের কার্টন খুলে দেখা গেল মানুষের মাথা ও উরু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি স্থানীয় সড়কের পাশে স্কচটেপ প্যাচানো পলিথিনের ভেতর থেকে মানবদেহের মাথা ও উরুর খণ্ডিত অংশ পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশের পক্ষ হতে পাওয়া খবর অনুযায়ী, ঢাকার কেরানীগঞ্জ এলাকায় এই মানবদেহের বাকি খন্ডিত অংশ পাওয়া গেছে। তবে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে মেদেনীমন্ডল খানবাড়ি এলাকায় আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে একটি ফলের কার্টন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কৌতুহলবশত সেটি খুললে ভেতরে স্কচটেপ প্যাচানো ৩টি আলাদা প্যাকেট দেখা যায়।

সেই প্যাকেটের একটির ভিতরে মানুষের মাথা ও বাকি দুইটিতে উরুর অংশ রয়েছে।

পদ্মা সেতু (উত্তর) থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে আরও একটি খণ্ডিত মরদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআই ঘটনাস্থলে রয়েছে। তারা এলে তাদের কাছে উদ্ধারকৃত অংশগুলো বুঝিয়ে দেয়া হবে।

পরবর্তীতে তারাই মিলিয়ে বলতে পারবে উদ্ধারকৃত অংশগুলো একই ব্যক্তির কি না।

error: দুঃখিত!