৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৪:২৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে নৌ পুলিশের অভিযানে সাড়ে ৩১ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ জুলাই, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে মুক্তারপুর নৌ পুলিশের অভিযানে ১ কোটি ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য ৩১ কোটি ৫০ লক্ষ টাকা।

মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশন জানায়, কারেন্ট জাল বিরোধী নিয়মিত অভিযানের পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল ৬ টা থেকে দুপুর ৫ টা পর্যন্ত মুন্সিগঞ্জ সদরের সরকার পাড়া মাদবর বাড়ীর ৪ টি অবৈধ কারেন্ট জাল তৈরীর মিল ও হাতিমারা শেখ বাড়ীর ৩ টি তালাবদ্ধ রুম থেকে ১১৩ বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

যার দৈর্ঘ্য ১ কোটি পাঁচ লক্ষ মিটার। এছাড়াও অভিযানে ২৮৮০ পিস ববিন জব্দ করা হয়। যার মূল্য ২ লক্ষ ৮৮ হাজার টাকা।

অভিযানের নেতৃত্ব দেন মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খাঁন।

অভিযানে কাউকে আটক করা হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় নৌ পুলিশ।

error: দুঃখিত!