মুন্সিগঞ্জ, ১০ জুলাই, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আজ আরও ১৫ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ২৩৬৮ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ শুক্রবার (১০ জুলাই) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৫ জন, টংগিবাড়ী উপজেলার ২ জন, সিরাজদিখান উপজেলার ৪ জন, লৌহজং উপজেলার ৩ জন ও গজারিয়া উপজেলার ১ জন।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- শুক্রবার, ১০ জুলাই, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ১০০৭ | ২৬ | ২৭৪ |
গজারিয়া | ২৪৯ | ২ | ১০৮ |
টংগিবাড়ী | ২২৫ | ৯ | ১১৭ |
লৌহজং | ৩১৩ | ৬ | ১৫১ |
সিরাজদিখান | ৩৬৪ | ৮ | ২৭০ |
শ্রীনগর | ২১০ | ৪ | ৯৯ |
সর্বমোট- ২৩৬৮ | সর্বমোট- ৫৫ | সর্বমোট- ১০১৯ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (১০ জুলাই) ১১৪০৮ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১১১৪৩ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ২৩৬৮, মৃত ৫৫, সুস্থ ১০১৯ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ২৬৫ জনের।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।