২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১:২৭
মুন্সিগঞ্জে নির্মানাধীন ভবনেই ইচ্ছামৃত্যু শ্রমিকের, নেপথ্যে প্রেম!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্মানাধীন ভবন থেকে টিটু মিয়া (১৬) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শ্রমিক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। স্বজনরা বলছেন, প্রেমঘটিত বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ ছিলেন ওই কিশোর।

মৃত টিটু মিয়া হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা গ্রামের মান্নান মিয়ার ছেলে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জয়নাল সরকারের নির্মাণাধীন ভবন থেকে মরদেহ উদ্ধার হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, জয়নাল সরকারের ভবন নির্মাণের কাজ করছিলেন টিটুসহ কয়েকজন শ্রমিক। সকাল ৭ টার দিকে অন্য শ্রমিকদের রেখে টিটু আগে কাজে চলে আসে। সকাল ৯টার দিকে বাড়ির মালিক নাস্তা দিতে গিয়ে দেখে টিটুর মরদেহ ফ্যানের হুকের সাথে ঝুলছে। বিষয়টি আশপাশের লোকজন এবং টিটুর স্বজনদের জানানো হয়। পরে পুলিশ এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহতের চাচাতো ভাই রাসেল মিয়া বলেন, বেশকিছু দিন ধরে টিটু মুঠোফোনে কোন এক মেয়ের সাথে কথা বলতো। তার আত্মহত্যার পেছনে প্রেমঘটিত ব্যাপার থাকতে পারে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমাদের কাছে আত্মহত্যা বলে মনে হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর বলা যাবে।

error: দুঃখিত!