১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৪:২৯
মুন্সিগঞ্জে নির্মানাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২১ নভেম্বর, ২০১৯, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর বিদ্যুৎস্পৃষ্টে আরিফা (৭) নাম এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যার দিকে উপজেলার দউলভোগ এলাকার জাতীয় পার্টির নেতা আবুল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আবুল হাসানের নির্মিত ভবনের পাশে ঘেসে বিদ্যুৎতের ১১ হাজার ভল্টের তারের সাথে স্পষ্ট হলে দুতলা থেকে শিশিুটি ছিটকে মাটিতে পড়ে যায়। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এলাকাবাসী।

উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনকভাবে শিশু আরিফাকে ঢাকার মিডফোর্ট হাসপাতালে প্রেরন করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে ১১ টার দিকে তার মৃত্যু হয়।

আরিফার বাবা দিনমজুর মো. আরিফ জানান, প্রায় দেড় যুগ ধরে দেউলভাগ এলাকায় তারা বসবাস করে আসছেন। একমাত্র মেয়ের মৃত্যুর ঘটনায় তিনি এখন বাকরুদ্ধ।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়তুল ইসলাম ভূঞার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।

error: দুঃখিত!