মুন্সিগঞ্জে নির্বাচনী ভোট কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে শহরের মুন্সিগঞ্জ হাইস্কুলে মুন্সীগঞ্জ পৌরসভার নির্বচানের জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়। এতে ৩৭০ নির্বচান কর্মকর্তা অংশ গ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণের জন্য ২৫ জন প্রিজাইডিং অফিসার, ১১৫জন সহকারী প্রিজাইডিং অফিসার, ২৩০ পুলিং অফিসারকে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষক ছিলেন রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক ফজলে আজিম, জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, সহকারি রির্টানিং অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদারসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ।