১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৮:৩৩
মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ সদরে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের সামনে বহিরাগতদের উপস্থিতিতে হামলায় গুলিবিদ্ধ যুবক মো. ফয়সাল (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঘটনার ১০ দিন পর বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। স্থানীয় ইউপি সদস্য রোবেল সরদার ‘আমার বিক্রমপুর’ কে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ৩১ মার্চ উপজেলা নির্বাচনে ভোট গ্রহন শেষে দেওয়ান বাজার এলাকায় কথা কাটাকাটির জের ধরে স্থানীয় একজনের নির্দেশে বহিরাগত অন্য একজনের আগ্নেয়াস্ত্র নিয়ে হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ স্থানীয় ইউপি সদস্য রোবেল সরদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। রুবেল দৌড়ে পালিয়ে গেলেও সেখানে দাঁড়িয়ে থাকা যুবক ফয়সাল ও রিকশা চালক রুহুল আমিন গুলিবিদ্ধ হয়। পরে আশংকাজনক অবস্থায় উভয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর বুধবার বিকেল সাড়ে ৩ টার সময় যুবক ফয়সাল মারা যান।

এদিকে, ওই ঘটনার ২ দিন পর সদর থানায় ফয়সালের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ কে প্রধান আসামী করে সাত জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এখন এই মামলাটি হত্যা মামলা হিসেবে রেকর্ড হবে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম।

নিহত ফয়সাল সদর উপজেলার রতনপুর এলাকার রজব আলীর ছেলে। গুলিবিদ্ধ রিকশা চালক রুহুল আমিন কুড়িগ্রাম জেলার উলিপুরের আবুর উদ্দিনের ছেলে।

error: দুঃখিত!