মুন্সিগঞ্জ, ২ অক্টোবর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের একদিন পর মো. নেকবর হোসেন (২২) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি এলাকার এন.আর.বি নামক একটি ইট ভাটার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নেকবর উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ সাজা মিয়ার ছেলে।
বালুচর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মো.ওয়াসিম আহমেদ জানান, রোববার বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় নেকবর। স্বজনরা রাতে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। সোমবার সকালে গ্রামের একটি ইটভাটার কাছে তার লাশ পাওয়া যায়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুজাহিদুল ইসলাম জানান, আমরা ধারণা করছি চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করেছে দুবৃত্তরা। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।