১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৩:২১
মুন্সিগঞ্জে নাশকতা মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা খোকন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের পশ্চিম মুক্তারপুর এলাকা থেকে বিএনপির নাশকতা মামলায় রনি আহম্মেদ খোকনকে (৫২) গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আজ দুপুরে আদালতের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় তাকে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রনি বিএনপির নাশকতা মামলার আসামি।’

গ্রেপ্তারকৃত রনি পশ্চিম মুক্তারপুর এলাকার মৃত রুপচান হাজীর পুত্র ও ৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক।

error: দুঃখিত!