মুন্সিগঞ্জ, ১৮ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে মেঘনা নদীতে নিখোঁজের একদিন পর জেলের মাছ ধরার জালে মিলেছে ট্রলার চালকের মরদেহ।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলা সদরের চর আব্দুল্লাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে জেলেদের ফেলা কারেন্ট জালে ওই ট্রলার চালকের লাশ উঠে আসে।
নিহত ট্রলার চালকের নাম শাহাবুদ্দিন হাজারী (৭০)। তিনি মুন্সিগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ এলাকার প্রয়াত সামাদ হাজারীর ছেলে।
ট্রলার চালক শাহাবুদ্দিনের ছেলে স্বপন হাজারী জানান, সোমবার ভোর ৫টার দিকে সদর উপজেলার চর আব্দুল্লাহ গ্রাম থেকে আলুবোঝাই করে ট্রলার চালিয়ে জেলা শহরে আসছিলেন তার বাবা। ট্রলারটি মাঝ মেঘনায় পৌঁছালে ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে ছিটকে পড়ে মেঘনায় তলিয়ে যান তিনি।
এরপর চর আব্দুল্লাহ নৌ-ফাড়ি পুলিশ ও পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে আজ দুপুরে ঘটনাস্থলের কাছে জেলেদের ফেলা কারেন্ট জাল উঠালে তার বাবার লাশ উঠে আসে।
চর আব্দুল্লাহ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, পুলিশকে না জানিয়েই লাশ নিয়ে গেছে পরিবার। ট্রলার চালক নিখোঁজের পর নৌ-ফাঁড়িতে একটি সাধারণ ডায়েরি হয়েছিলো।