২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:১৭
মুন্সিগঞ্জে নদীতে গোসলে নেমে মামা বাড়িতে বেড়াতে আসা যুবক নিখোঁজ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের মিরকাদিমে নদীতে গোসলে নেমে মামা বাড়িতে বেড়াতে আসা যুবক মো. ইয়াসিন (১৮) নিখোঁজ হয়েছেন।

খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়েছে মিরকাদিম ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। তবে রাত ৮টা পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি।

আজ বুধবার বিকালে মিরকাদিম পৌরসভার তিলারদিচর এলাকা সংলগ্ন ইছামতী নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ইয়াসিন কুমিল্লার চৌদ্দগ্রামের জাহাঙ্গীর মজুমদারের ছেলে। সে রাজধানী ঢাকার গেন্ডারিয়া এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো।

পরিবারের সদস্যরা জানান, ঢাকায় রিক্সা চালিয়ে অসুস্থ প্রতিবন্ধী মা এবং তিন বোন ও এক ছোট ভাইসহ পাঁচ সদস্যের পরিবারের হাল ধরেছিল নিখোঁজ ইয়াসিন। গেল বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইয়াসিনের বাবা দ্বিতীয় বিয়ে করে পরিবার রেখে চলে যাওয়ায় লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল তার।

তারা জানান, এবার ঈদের ছুটিতে মুন্সিগঞ্জ সদরের মিরকাদিমের তিলারদিচর এলাকায় মামা মো. শহীদুল্লাহর বাড়িতে বেড়াতে এসে দুপুরে অন্যান্য খালাতো ভাই-বোনদের সঙ্গে ইছামতি নদীতে গোসল করতে যায় ইয়াসিন। এ সময় খালাতো ভাই বিল্লালকে পানিতে তলিয়ে যেতে দেখলে এগিয়ে যায় সে। এক পর্যায়ে বিল্লাল বেঁচে ফিরলেও ইয়াসিন নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

মিরকাদিম ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক প্রবীর কুমার দেবনাথ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ দুইটি ইউনিট নিখোঁজ ইয়াসিনের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন তল্লাশি চালিয়েও কোন সন্ধান মেলেনি। আগামীকাল সকাল ৮ টায় দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান চালানো হবে।

error: দুঃখিত!