২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১১:৩৯
মুন্সিগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্র
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়াতে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন ফারুক হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্র।

আজ বুধবার বিকাল ৫ টার দিকে মেঘনা সেতুর নিচে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ ফারুক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানার সানারপার এলাকার ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় আতিক হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

নিখোঁজের পিতা আতিক হোসেন বলেন, ‘আমার ছেলে ভালো করে সাঁতার জানতো না। জীবিত পাওয়ার আশা তো ছেড়েই দিছি, এখন লাশটি পেতে অপেক্ষা করছি।’

ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের ইর্নচাজ আবুল খায়ের জানান, ঢাকা থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি ডুবুরি দল এবং সোনারগাঁও থেকে ৭ জনের একটি উদ্ধার দল দীর্ঘ ২ ঘন্টা নদীতে অভিযান চালায়। পরে রাত হয়ে যাওয়ায় অভিযান আজকের মত স্থগিত করা হয়। আগামীকাল সকালে আবার উদ্ধার অভিযান শুরু করা হবে।

error: দুঃখিত!