মুন্সিগঞ্জে নকল পিস্তল দেখিয়ে ছিনতাই করার সময় জনতার গণধোলাই, আটক দুই
মুন্সিগঞ্জ, ১৬ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে আটকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। এসময় তাদের কাছ থেকে একটি নকল পিস্তল উদ্ধার করা হয়।
আজ দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ কাজী হুমায়ুন রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল রোববার সকাল দশটার দিকে উপজেলার ছত্রভোগ এলাকায় মো. মোমিন মিয়া (২৮) নামক এক ব্যক্তি বেকারীর পণ্য বিভিন্ন দোকানে ডেলিভারি দিয়ে টাকা কালেকশন করে শ্রীনগর থানাধীন ছত্রভোগ এলাকার মানিকের বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্ত অনিক ও অহিদুল তার পথরোধ করে ধারালো চাকু ও পিস্তল সাদৃশ্য বস্তুর ভয়ভীতি দেখিয়ে ত্রাসের সৃষ্টি করে তার সাথে থাকা জিনিসপত্র দিতে বলে।
এসময় ভুক্তভোগী মো. মোমিন মিয়া অভিযুক্তদের টাকা-পয়সা দিতে না চাইলে তারা ভুক্তভোগীকে এলোপাথারী কিল-ঘুষি মেরে আহত করে।
একপর্যায়ে অভিযুক্ত অহিদুল ভুক্তভোগীর প্যান্টের পকেটে থাকা নগদ ৮ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার সময় ভুক্তভোগী মোমিন মিয়া ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত জনতা অভিযুক্ত দুইজনকে আটক করে এলোপাথাড়ী মারপিট করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।
পরবর্তীতে শ্রীনগর থানার টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করে। এসময় আটককৃত অনিকের প্যান্টের কোমরে গোঁজা অবস্থায় পিস্তল সদৃশ বস্তু উদ্ধার করে। পরে গণধোলাইয়ে আহত হওয়ায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।


