২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৫:৪৩
মুন্সিগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ জানুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে বালুবোঝাই ট্রলির ধাক্কায় দেয়াল ধসে মোঃ আসিফ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে আদারিয়াতলা এলাকায় এই ঘটনা ঘটেছে। আসিফ আদারিয়া তলা গ্রামের সবজী বিক্রেতা মোঃ আজিজের ছেলে।

স্বজনরা জানান, নিজ বাড়ির সামনে একটি খোলা জায়গায় খেলাধুলা করছিল আসিফসহ আরো কয়েকজন। এসময় বালু বোঝাই ট্রলি একটি দেয়ালকে ধাক্কা দিলে ধসে গিয়ে আসিফের গায়ে পড়ে। তাৎক্ষণিক মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাহ্‌ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রলিকে আটক করার চেষ্টা চলছে ও বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

error: দুঃখিত!