৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১২:৩৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের চাষিরী গ্রামে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আবুল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে টংগিবাড়ী থানায় ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে।

টংগিবাড়ী থানার ওসি মো. রাজিব খান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বৃদ্ধকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। তবে, পুলিশের জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কখা স্বীকার করেনি।

এজাহার সূত্রে জানা যায়, ঘটনার শিকার দুই শিশু (৫) ও (সাড়ে ৫) গ্রেপ্তারকৃত আবুল হোসেনের প্রতিবেশী। গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে আবুল হোসেনের ছোট ভাই মনিরের নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদে খেলা করছিল তারা। এসময় আবুল হোসেন ছাদে উঠে ওই দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। পরে তাদের আত্মচিৎকারে ভিত হয়ে বৃদ্ধ আবুল হোসেন পালিয়ে যায়।

বিষয়টি পরিবারকে জানালে ভুক্তভোগী এক শিশুর পিতা বাদী হয়ে টংগিবাড়ী থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

error: দুঃখিত!