২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১১:৪৬
মুন্সিগঞ্জে দরজা ভেঙে স্বর্ণ-নগদ টাকা নিয়েও রেহাই মিললো না চোরের!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে দরজা ভেঙে স্বর্ণ-নগদ টাকা নিয়েও রেহাই মেলেনি চোরের। ঘটনার ৭ দিনের মাথায় ধরা পড়তে হয়েছে পুলিশের কাছে। পরে জিজ্ঞাসাবাদে বের হয়ে এসেছে চুরির তথ্য।

আজ সোমবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

সেখানে বলা হয়, গত ৬ এপ্রিল বিকাল সাড়ে ৫টা থেকে পরদিন ৭ এপ্রিল সকাল দশটার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা টংগিবাড়ী থানাধীন আব্দুল্লাপুর এলাকার একটি বাড়ির দরজার ছিটকিনি ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে ওয়্যারড্রপের ড্রয়ার, স্টীলের আলমারি ও শোকেজ এর ড্রয়ারের তালা ভেঙ্গে ওয়ার্ডড্রপের ভিতরে ব্রিফকেসে থাকা ৯ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ৪ আনা ওজনের একটি আংটি, যার মূল্য আনুমানিক ১ লক্ষ দশ হাজার টাকা, ৭ ভরি ওজনের রূপার একজোড়া পায়ের নুপুর ও একজোড়া হাতের চুরি, স্টীলের আলমারীর ভিতরে থাকা নগদ পনেরো হাজার টাকা, মাটির ব্যাংকে জমানো আনুমানিক দশ হাজার টাকা, ১ টি বিয়াল্লিশ ইঞ্চি এলইডি টিভি, ২টি সিলিং ফ্যান, ১টি চার্জার ফ্যান, ১টি ইলেক্ট্রিক চুলা, ১টি মাইক্রো ওভেন, ১টি রাইস কুকার, ১টি ইস্তারি, ১টি ব্ল‍্যান্ডার মেশিন, মাছ ধরার ৭টি ঝাকি জাল এবং অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

পরে এ ঘটনায় টংগিবাড়ী থানায় অভিযোগ হলে পুলিশ তদন্তেপ্রাপ্ত অভিযুক্ত মো. মিলন বেপারীকে গ্রেপ্তার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বর্ণিত চোরাই মালামাল তার হেফাজতে আছে।

পরে ওই আসামিকে সাথে নিয়ে গতকাল রোববার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার পুলিন্দারপাড় এলাকার মো. আজমল সাউদের (৩৫) বসতবাড়ি থেকে চুরি করা এলইডি টিভি, চার্জার ফ্যান, ইলেকট্রিক চুলা, আয়রন ও ২টি ঝাকি জাল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

error: দুঃখিত!