১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:২৪
মুন্সিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সাড়ে ৭শ প্রতিষ্ঠান একযোগে মাঠে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সাড়ে ৭ শ’ প্রতিষ্ঠান একযোগে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে।

বুধবার সকাল ১০টায় জেলার সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিওসহ গুরুত্বপূর্ণ সাড়ে ৭ শ’ প্রতিষ্ঠান একযোগে এই পরিচ্ছন্ন অভিযানে শুরু করে।

এ সময় রাস্তা-ঘাট পরিচ্ছন্ন ছাড়াও স্ব স্ব প্রতিষ্ঠান ও বাড়িঘর আঙ্গিণা পরিচ্ছন্ন করা হয়। জেলায় একযোগে পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও আগ্রহ সৃষ্টি করা এই কর্মকান্ডের মূল উদ্দেশ্য বলে আয়োজকরা জানিয়েছেন।

সকালে কালেক্টরেট প্রাঙ্গনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। উদ্বোধনীতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

এ সময় জেলা শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও জেলা প্রশাসন ও জজকোর্ট ক্যাম্পাস, শহরের প্রধান বাজার, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল, শহরের লঞ্চঘাট ও মুক্তারপুর পয়েন্টে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগসহ উর্ধতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ সকল পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন। নিজ হাতে ময়লা পরিস্কার করেন অতিথিবৃন্দ। সচেতনতায় হ্যান্ডবিল বিতরণ করা হয়, বের করা হয় র্যালি।

এছাড়াও উপজেলার সকল প্রতিষ্ঠান এবং উপজেলা প্রশাসনসহ সকল অফিস পৃথকভাবে এই কর্মসূচী পালন করেন।

error: দুঃখিত!