২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সন্ধ্যা ৬:৫২
মুন্সিগঞ্জে ডিজিটাল সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খবরটি শেয়ার করুন:

ডিজিটাল সেন্টারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালীতে ৬৭টি ইউনিয়ন ডিজিটাল ও ২টি পৌরসভা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, সরকারী-বেসরকারী কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য বাতায়নে দেশে শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল।

অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য ও আইসিটি) মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. রেজাউল করিম, পলিটেকনিক কলেজের অধ্যক্ষ নিহার রঞ্জন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারাবান তাহুরা প্রমুখ।
আলোচনা সভায় জেলার ৬টি উপজেলার উদ্যোক্তাগণ ডিজিটাল সেবা প্রদান সংক্রান্ত ভিডিওচিত্র উপস্থাপন করেন।

error: দুঃখিত!