২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৯:১১
মুন্সিগঞ্জে ট্রিপল মার্ডারের মামলায় আদালতে চার্জশিট গ্রহণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ সেপ্টেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকার আলোচিত কিশোর গ্যাংয়ের হাতে ট্রিপল মার্ডার মামলার চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

আজ মঙ্গলবার মুন্সিগঞ্জ আমলী আদালত-১ এর বিচারক এ চার্জশিট গ্রহণ করেন। এ দিন এ মামলার শুনানী হয়।

সম্প্রতি সিআইডি চাঞ্চল্যকর এ মামলায় ২০ জনের নামে চার্জশিট দাখিল করে আদালতে। এর মধ্যে গ্রেপ্তারকৃত ১৪ জন ও পলাতক ৬ জনের নাম রয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৪ মার্চ দিনগত রাতে সালিশি বৈঠকে মুন্সিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী আওলাদ হোসেন মিন্টু প্রধান (৪৫), দিনমজুর কাশেম পাঠানের ছেলে মো. ইমন পাঠান (২০) ও দিনমজুর বাচ্চু মিয়ার ছেলে মাহবুব হোসেন সাকিব (১৯) হত্যাকান্ডের ঘটনা ঘটে।

error: দুঃখিত!