মুন্সিগঞ্জ থেকে রয়েছে একাধিক ট্রল বা বিনোদনমূলক পেজ। রয়েছে স্কুল কলেজ ছাড়াও বিভিন্ন দৈনিক পত্রিকার পেজ। তবে এদের মধ্যে মজার কিং ব্যাপক সাড়া জাগিয়েছে।
কোন প্রকার প্রমোট ছাড়াই বর্তমানে পেজের লাইক সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।
এবং তাদের গ্রুপটিতে রয়েছে ৪৫ হাজার মেম্বার।
‘মজার কিং’য়ের প্রতিষ্ঠাতা নাজমুল আহমেদ শাওন বলেন, প্রথমে শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে পেজের পথচলা শুরু হলেও পরবর্তীতে বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িয়ে পরে পেজটি।
পেজের লিংক- https://www.facebook.com/MojarKing123/