৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:১৩
মুন্সিগঞ্জে টেটাঁ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সকালে উপজেলার বালুচর ইউনিয়নের কয়রাখোলা এলাকায় জহির এবং নুরহোসেনের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষ হয়। এসময় দুই পক্ষই দেশীয় অস্ত্র টেটাঁ নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এর জের ধরে দু’গ্রুপের সমর্থক চান্দেরচর গ্রামের ইস্রাফিল এবং কামিজুদ্দিন গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। চান্দেরচরের সংঘর্ষে ৪ জন টেঁটা বিদ্ধসহ আহত হয় ১০ জন।

টেঁটা বিদ্ধ আহতরা হলেন, চান্দেরচর গ্রামের সুরুজ মিয়ার পুত্র সাদর মিয়া (৫২), হাবিব ধেন্দার পুত্র আখির ধেন্দা (৩২), কান্দু মিয়ার পুত্র নিলু মিয়া (৫৫), রফিকুল ইসলামের পুত্র মিদুল মিয়া (৩৪)। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মৃদুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমিসংক্রান্ত বিরোধের জেড়ে ভোর ৬ টায় কয়রাখোলা এলাকায় জহির এবং নুরহোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, সেই সংঘষের ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল ৯ টার সময় চান্দ্রের চর গ্রামে জহির এবং নুরহোসেনের সমর্থক ইস্রাফিল ও কামিজুদ্দিন কামু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৪ জন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয় । বর্তমানে কয়রাখোলা এবং চান্দেরচর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিরাজদিখান থানার ওসি এসএম জালালউদ্দিন জানান, আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে ও এলাকার পরিবেশ শান্ত আছে।

error: দুঃখিত!