২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:৫৩
মুন্সিগঞ্জে ঝুলন্ত লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ মার্চ, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে বাগান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৪ মার্চ) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার রামপালের কাতলাপাড়া এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত ঐ যুবকের নাম মোঃ মোজাম্মেল (৩২)। সে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়া এলাকার আব্দুল আওয়ালের ছেলে। স্ত্রী কে নিয়ে সে রামপালের কাতলাপাড়া এলাকায় ভাড়া থাকতো।

হাতিমারা পুলিশ ফাড়ির ইনচার্জ অমর চন্দ্র দাস জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কাতলাপাড়া এলাকার একটি নির্জন বাগানের তেতুল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোজাম্মেলের সাথে স্ত্রীর দাম্পত্য কলহ চলছিলো বলে স্থানীয়রা জানিয়েছেন। পারিবারিক কলহ অথবা ব্যাক্তিগত কারণে যুবকটি আত্মহত্যা করতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে।

error: দুঃখিত!