২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১২:১৬
মুন্সিগঞ্জে জাতীয় শোক দিবসের সভায় হামলা, আহত ৩
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় পূর্ব শত্রুতার জেরে জাতীয় শোক দিবসের শোক সভায় নুরু বাউল গ্রুপের লোকজনের হামলায় তিনজন আহত হয়েছে। গুরুতর আহত বিল্লাল হোসেন, আক্তার হোসেন ও শামিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বালুরচর ইউনিয়নের বালুরচর চৌরাস্তা নামক স্থানে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে আহত বিল্লাল হোসেন বাদী হয়ে নুরু বাউলসহ ছয়জন আসামি এবং ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শোক সভা চলাকালীন শহিদ বাউল গ্রুপের লোকজন সভায় থাকা লোকজনকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এ সময় বিল্লাল হোসেন, আক্তার হোসেন ও শামিমসহ তিন জন আহত হয়।

বালুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাহাজ্ব আবু বকর সিদ্দিক জানান, আমি উপজেলায় প্রোগ্রামে ছিলাম। হামলার ঘটনাটি শুনে ঘটনাস্থলে গিয়ে যতটুকু জানতে পারলাম নুরু বাউল, আমির হোসেন কশাই ও শহিদ বাউলের লোকজন গিয়ে অতর্কিত হামলা করে কয়েকজনের মাথা ফাটিয়েছে।

সিরাজদিখান থানার ওসি তদন্ত মো. আজিজুল হক হাওলাদার হামলার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

error: দুঃখিত!