১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৩:৩৯
মুন্সিগঞ্জে জাটকা পরিবহনের দায়ে ৪ মাছ ব্যবসায়ীকে কারাদণ্ড
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ এপ্রিল ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে জাটকা পরিবহনের দায়ে চার মাছ ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, গতকাল শনিবার সকালে অটোরিকশা করে ৫০ কেজি জাটকা বিক্রির উদ্দেশ্যে উপজেলার ঘোড়দৌড় ব্রিজ দিয়ে অন্যত্র নেয়ার সময় জাটকাসহ ও চার মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল আউয়াল।

দন্ডপ্রাপ্তরা হলেন, মো. আনোয়ার (২৫), মো. রাজন সরদার (২৪), রামপ্রসাদ (৬০) ও গোবিন্দ রাজবংশী (১৯)। আসামিরা সবাই লৌহজংয়ের বড় নওপাড়া গ্রামের বাসিন্দা।

পরে জব্দকৃত জাটকা স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়।

error: দুঃখিত!