মুন্সিগঞ্জ, ২৯ এপ্রিল, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবনে গুলির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটক বাবু কাজি (২৮) সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও রাহাত আহম্মেদ শাকিল (২৯) চরকেওয়ার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
গত রোববার (২৬ এপ্রিল) রাত পৌনে ৮টায় টেন্ডার বাণিজ্যকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবনে পরপর দুই রাউন্ড গুলি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুলির খোসাসহ বিভিন্ন আলামত জব্দ করে।
ঐ ঘটনায় প্রকৌশলী মো. সাইফুল ইসলাম গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) অজ্ঞাত পরিচয়দের আসামী করে মামলা দায়ের করেন। সেই মামলায় তাদের আটক করে ডিবি পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান ‘আমার বিক্রমপুর’ কে জানান, ‘জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে গুলির ঘটনায় তাদেরকে পুলিশ গতকাল রাতে চরকেওয়ার থেকে আটক করে। আজ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোজাম্মেল হোসেন ‘আমার বিক্রমপুর’ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মুন্সিগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবনে গুলির ঘটনায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।’