মুন্সিগঞ্জ ১২ অক্টোবর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভয়-ভীতি দেখিয়ে অষ্টম শ্রেনির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মোঃ আবুল বাশার শেখ (২৩) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্ষক আবুল বাশার উপজেলার শেখরনগর ইউনিয়নে অবস্থিত দক্ষিন হাটী গ্রামের মোঃ হেলাল উদ্দিন শেখের ছেলে।
ধর্ষণের স্বীকার অষ্টম শ্রেনির শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সিগঞ্জ সদর হসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, বিবাদী ধর্ষক মোঃ আবুল বাশার শেখ সম্পর্কে ধর্ষিত ছাত্রীর প্রতিবেশী চাচাত ভাই।সেই সুবাদে ধর্ষক ওই ছাত্রীর বাড়িতে আসা যাওয়া করতো। পরে ভয় দেখিয়ে গত এক বছর ধরে ওই ছাত্রীকে ধর্ষণ করে আসছিল মোঃ আবুল বাশার।
সর্বশেষ গত শুক্রবার বিকাল ৪টায় বাড়িতে অন্য কেউ না থাকায় ওই ছাত্রীর বাসায় একা পেয়ে জোড়পূর্বক ধর্ষণ করতে চাইলে ছাত্রীর ডাক চিৎকার করিলে ঘটনাটি কাউকে কিছু না বলার জন্য বিভিন্ন প্রকার হুমকী দিয়ে কৌশলে সে বাড়ি থেকে চলে যায়।এর পরে বাড়িতে লোকজন আসলে বিষয়টি ওই ছাত্রীর ভাই,বোন ও তার মাকে জানায়। এরপর গত শুক্রবার রাত সাড়ে ১০টায় ছাত্রীর বোন মোসাঃ আমেনা বেগম বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন।
এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ওইদিনই রাতেই উপজেলার শেখরনগর দক্ষিনহাটী এলাকা থেকে মোঃ আবুল বাশারকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ আসাদুজ্জামান তালুকদার জানান, বিবাদীকে গতকাল শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়। আদালতে জিজ্ঞাসাবাদে একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করেছে মোঃ আবুল বাশার শেখ।