মুন্সিগঞ্জ,২১ সেপ্টেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে পণ্যের মোড়কের গায়ে দাম, ওজন, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিখা না থাকায় মুন্সিগঞ্জ শহরের জনপ্রিয় মিনি সুপার শপ চৈতি স্টোরকে জরিমানা করা হয়েছে।
একইসময় খোলা অবস্থায় খাদ্য সামগ্রী সাজিয়ে রাখায় আনন্দ সুইট মিট, মধুবন মিস্টি ও দেশপ্রিয় মিস্টান্ন ভান্ডারকে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ পৌর এলাকায় এই অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এই বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন।
এসময় মোট চারটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাজার অভিযানে সহযোগীতা করেন মুন্সিগঞ্জ পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর লীনা সাহা, অভিযানে নিরাপত্তা বিধানে ব্যাটালিয়ান আনসার, মুন্সিগঞ্জ এর একটি টিম নিয়োজিত ছিল।