মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার চাচার বিরুদ্ধে।
টংগিবাড়ী থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, সোমবার দুপুরে উপজেলার বাজারটির পাঁচগাঁও বাজারে এ ঘটনা ঘটে।
নিহত কাদের মোল্লা (৬৫) ওই বাজারের ব্যবসায়ী।
এ ঘটনায় তার ছেলে জসিম মোল্লা (৩৪) আহত হয়েছেন। কাদেরের চাচা মোতালেব মোল্লাও (৩৫) ওই বাজারের মুদি ব্যবসায়ী।
ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে পুলিশ জানায়।
কাদেরর ছেলে আহত জসিমকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি আওলাদ বলেন, মোতালেবের দোকানে তার সাবেক স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এ সময় মোতালেবকে ধমক দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন কাদের। এতে মোতালেব রেগে গেলে চাচার সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়।
“পরে মোতালেবের পরিবারের লোকজন এবং কাদেরের পরিবারের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। এক পর্যায়ে মোতালেব ধারালো অস্ত্র দিয়ে কাদেরকে আঘাত করে। এ সময় কাদেরকে বাঁচাতে গেলে সেও আহত হয়।”
পরে কাদেরকে উদ্ধার করে হাসাপতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
তিনি বলেন, ঘটনার পর মোতালেব দোকান ও বাড়িঘর তালা দিয়ে পরিবার নিয়ে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।