সদর প্রতিনিধি: মুন্সিগঞ্জের রামপালে অায়োজিত ঘড়োয়া ক্রিকেটে টুর্ণামেন্টে (১৫ম্যাচে) ৬০ উইকেট নিয়ে ক্রিকেটপ্রেমীদের কাছে অালোচিত হয়েছে পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্য্যের-বাগ গ্রামের শাহজালাল শেখ এর ছেলে অাবিদ হাসান।
অাজ টুর্ণামেন্টের ফাইনালে অাবিদ হাসান এর দল ভট্টাচার্য্যের-বাগ বয়েজ ক্লাব কালঞ্চীপাড়া একাদশ কে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলার শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে অাবিদ হাসান এর বোলিং নৈপূণ্যে সবকয়টি উইকেট হারিয়ে ১১৬রান করতে সক্ষম হয় কালঞ্চীপাড়া। বিপরীতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১০ ওভার খরচ করে রান তুলে নেয় ভট্টাচার্য্যের-বাগ বয়েজ ক্লাব।
ইনিংসে সর্ব্বোচ্চ উইকেট এর মালিক ‘অাবিদ হাসান’। তিনি একাই পেয়েছেন ৫উইকেট।
টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান মোল্লা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল প্রমুখ।