মুন্সিগঞ্জ, ২৯ ফেব্রুয়ারি, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বিজয় দিবস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামারখাড়া স্কুল মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় সদর উপজেলার পূর্বরাখি সাদ্দাম স্পোর্টিং ক্লাবকে ৫৮ রানে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয় টংগিবাড়ী উপজেলার ‘পুরা এক্সট্রিম ব্লার্স্টাস।
পরে বিজয়ী ও প্রতিযোগী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন টংগিবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভূতু, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল, কামারখাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন হলাদার প্রমুখ।
একই সময় জেলার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হওয়ায় টুর্নামেন্টের আয়োজক ‘বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন’ ও ‘মজিবুর গ্রুপ লিমিটেডের’ পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান সরদারকে সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে অনুষ্ঠানে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সম্মাননা জানানো হয়।
এ সময় সম্মাননা স্মারক গ্রহণ করেন প্রথম আলোর জেলা প্রতিনিধি মো. ফয়াসাল হোসেন, বিক্রমপুর-টংগিবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ব ম শামিম, দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি মো. জাফর মিয়া, দৈনিক বিজয় পত্রিকার এম এম রহমান, মানবকণ্ঠের টংগিবাড়ী উপজেলা প্রতিনিধি মোজাফ্ফর হোসেন, দৈনিক ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব, দৈনিক আমাদের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়া বিজয় দিবস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের মিডিয়া পার্টনারের শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন দৈনিক অধিকারের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি রিয়াদ হোসাইন, ‘আমার বিক্রমপুর’- এর প্রধান প্রতিবেদক শিহাব আহমেদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শুভ ঘোষ ও আলোকিত সকালের জেলা প্রতিনিধি সোহেল টিটু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের’ সভাপতি আবু বকর সিদ্দিক হিরা ও সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইন। এছাড়া খেলার সার্বিক দিক পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুম শেখ ও অর্থ সম্পাদক আব্দুল কাদির হাওলাদার।