২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:৪২
মুন্সিগঞ্জে গাঁজা সেবনের সময় আটক ২, ৩ মাস ও ৭ দিনের জেল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে গাঁজা সেবনের সময় পৃথক অভিযানে দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাদকসেবীকে কারাদন্ড প্রদান ও জরিমানা আদায় করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঞা জানান, সকাল থেকে দুপুর পর্যস্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা সদরের বজ্রযোগিনী ইউনিয়নের আটপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় আনোয়ার হোসেনকে (৫০) আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামে পৃথক অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় সাগর মল্লিককে (৩০) ৮ পুড়িয়া গাঁজাসহ আটক করা হয়।

মাদকসেবী আনোয়ার হোসেনকে ৩ মাস ও সাগর মল্লিককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্যাম্যমাণ আদালত। এছাড়া উভয়কে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

error: দুঃখিত!