১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:২১
Search
Close this search box.
Search
Close this search box.
মৃণাল কান্তি দাসের মায়ের শেষকৃত্য সম্পন্ন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের মা গীতা রাণী দাসের (৮৬) শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

আজ রোববার দুপুর ১২টা’র দিকে মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এ সময় তার দুই ছেলে মৃণাল কান্তি দাস এবং সমীর দাসসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী উপস্থিত ছিলেন।

এসময় মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আনিছ উজ্জামান, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালাম, গজারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান, মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্নেহাশীষ দাস, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন চেয়ারম্যান আফসার উদ্দিন ভূইয়া, মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন হোসেন, বজ্রযোগিনী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, রামপাল ইউপি চেয়ারম্যান বাচ্চু শেখ, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন পীর, ভবেরচর ইউপি চেয়ারম্যান সাহিদ মো. লিটন, বাউশিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী (খোকন), ইমামপুর ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খান (জিতু), হোসেন্দি ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু, টেংগারচর ইউপি চেয়ারম্যান কামরুল হাছান ফরাজী, গজারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শফি উল্লাহসহ জেলা মহিলা আওয়ামী লীগ সিরাজদিখান উপজেলা পরিষদ, শ্রীনগর উপজেলা পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ, মুন্সিগঞ্জ প্রেসক্লাব, মিরকাদিম পৌরসভা, বছিরননেছা উচ্চ বিদ্যালয়, রামপাল এন বি এম উচ্চ বিদ্যালয়, জেলা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, সুখেন ফাউন্ডেশন, মুন্সিগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ ছাড়াও নানা শ্রেনিপেশার মানুষ তাকে ফুলের শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, শনিবার বিকাল ৩ টা ৪২ মিনিটের দিকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্সিগঞ্জ শহরের মালপাড়াস্থ স্বর্গীয় শ্যামলাল দাসের স্ত্রী গীতা রাণী দাস (৮৬) পরলোকগমন করেন।

তার মৃত্যুতে গতকাল শোক জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

 

 

 

 

error: দুঃখিত!