মুন্সিগঞ্জ, ২ মে ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে গাঁজা গাছ ও ইয়াবাসহ আটক যুবকের এক বছরের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া এলাকা থেকে আব্দুর রহিমের ছেলে মো. রনিকে (৩৩) তিন ফুট উচ্চতার গাঁজা গাছ ও ২০ পিস ইয়াবাসহ আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদন্ড প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম মিঞা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা এসব তথ্য নিশ্চিত করেছেন।