২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:৫৭
মুন্সিগঞ্জে গরুসহ দুই গরু চোর আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলায় একটি পিকআপ গাড়ি থেকে দুইটি গরুসহ দুই গরু চোরকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে মুক্তারপুর ব্রীজের টোল প্লাজা থেকে ইউসুফ আলী( ৩০) ও রুবেল হোসেনকে (২৮) নামে দুই চোরকে আটক করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন (তদন্ত) জানান, টংগিবাড়ি উপজেলার ছোট কেওয়ার গ্রামের আমির কাজির দুই গরু চুরি করে পিকআপ গাড়িতে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে পুলিশের চেকপোস্ট অতিক্রম করে সিগন্যাল না মেনে যাচ্ছিল, পরে পুলিশ টোল প্লাজা থেকে আটক করে তাদেরকে।

আটককৃতদের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। গরু টংগিবাড়ী থানার হস্তান্তর করা হয়েছে, সেখানে মালিককে বুঝিয়ে দেওয়া হবে।

error: দুঃখিত!