২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১১:১৪
মুন্সিগঞ্জে কৃষক লীগ নেতাকে দশ লাখ টাকা জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ জুন ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুলতান মোল্লাকে দশ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. ইলিয়াস সিকদার জানান, এক সপ্তাহ আগে পদ্মা নদীর লৌহজং এলাকা থেকে সুলতান মোল্লার একটি বালু কাটার মেশিন (খননযন্ত্র) ও একটি বাল্কহেড জব্দ করা হয়। তখন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে উক্ত জরিমানা করা হয়। কিন্তু সেসময় জরিমানার অর্থ দিতে অপারগতা প্রকাশ করেন সুলতান।

পরে আজ বৃহস্পতিবার এসিল্যান্ড অফিসে এসে জরিমানার দশ লাখ টাকা পরিশোধ করেন তিনি।

error: দুঃখিত!