৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:২৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ এপ্রিল, ২০২০, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটে পড়া মধ্যবিত্ত কৃষকের ৩০ শতাংশ জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগের সদস্যরা।

বুধবার (২২ এপ্রিল) সকালে গজারিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শাকিল আহমেদের নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম বাউশিয়া ইউনিয়নের পোড়াচক গ্রামের কৃষক জিলহজ্জ ফকিরের ক্ষেতের ধান কেটে দেয়।

জানতে চাইলে শাকিল আহমেদ বলেন, মধ্যবিত্ত কৃষক জিলহজ্জ ফকির এর পাকা বোরো ধান ক্ষেতে আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় ভেসে যাওয়ার সম্ভাবনা দেখা দিলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাস আমাদের দ্রুত সেখানে গিয়ে কৃষকের পাশে দাড়ানোর নির্দেশনা দেন।

কৃষক জিলহজ্জ ফকির বলেন, ‘আমাদের ধান চাষ করা ছাড়া অন্য কোন পেশা নেই। সারাদেশে করোনার কারণে শ্রমিকরা আটকা পড়ে আছে। তারা জানিয়ে দিয়েছে ধান কাটতে আসবে না।’

তিনি বলেন, ‘কয়েক দিন ধরে ধান কাটার শ্রমিক খুজছিলাম। আমার এক প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে ছাত্রলীগ নেতা শাকিল তার নেতাকর্মীদের নিয়ে আমার পাশে দাড়িয়েছে। আমরা সবাই খুব খুশি।’

error: দুঃখিত!