১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:১২
Search
Close this search box.
Search
Close this search box.
বৃষ্টিতে ভিজে আড়িয়াল বিলের ধান কাটলো ছাত্রলীগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ এপ্রিল, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বৃষ্টি উপেক্ষা করেই মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে শতাধিক নেতাকর্মীদের নিয়ে ধান কেটেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মুন্সিগঞ্জের শ্রীনগরে সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত দক্ষিণ হাসাড়ার সোনাকান্দি গ্রামে ও গাদিঘাট এলাকায় ২ জন কৃষকের সর্বমোট প্রায় ৮০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌছে দিয়ে এসেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাটার্য দিনব্যাপী এই ধান কাটা কর্মসূচির নেতৃত্ব দেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘করোনাভাইরাসের কারণে দেশব্যাপী অচলাবস্থা তৈরি হওয়ায় শ্রমিক সংকটে দিশেহারা আড়িয়াল বিলেন কৃষকদের পাশে দাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ আজ দিনব্যাপী ধান কাটে। পরে বিকেলে সেখানে আমরাও অংশ নেই।’

সাধারণ সম্পাদক লেখক ভট্রাটার্য বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ছাত্রলীগ শুরু থেকেই দেশরত্ম শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী জনসচেতনতামূলক কর্মকান্ড, ত্রাণ বিতরণ সহ বিভিন্ন কর্মকান্ড হাতে নিয়েছি। আজ আড়িয়াল বিলে সারাদেশের ছাত্রলীগের কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য আমরা ধান কেটেছি।’

কর্মসূচিতে বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি আসাদুজ্জামান সোহেল, উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি আতিকুল ইসলাম ও স্থানীয় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!