২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:৪৩
মুন্সিগঞ্জে কুকুরের কামড়ে একই বাড়ির ৩ জন হাসপাতালে ভর্তি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের মহাকালি ইউনিয়নের বাগেশ্বর এলাকায় কুকুরের কামড়ে একই বাড়ির তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে দুইজন শিশু ও একজন নারী।

আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে বাগেশ্বরের দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই এলাকার জিয়াউল ঢালীর ছেলে জিসান ঢালী (৮), একই বাড়ির আব্দুল মোতালেবের ছেলে মেহতাব (৭) ও দেওয়ান বাড়ির কাদের দেওয়ানের স্ত্রী মুহিতুন নেছা (৬৫)।

পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে সাইকেলের উপরে বসে মোবাইলে চালাচ্ছিলেন জিসান ও মেহতাব। তখন হঠাৎ করে রাস্তার একটি কুকুর জিসানের পায়ে কামড় দিয়ে সাইকেল থেকে টেনে হেঁচড়ে নামিয়ে আরও একটি কামড় দেয়। একইসময় সাথে থাকা মেহতাবকে দুইটি কামড় দেয়। এমন সময় মহিতুন নেছা তাদের দুইজনকে বাঁচাতে আসলে তার শরীরের বিভিন্ন স্থানে চারটি কামড় দেয় কুকুরটি।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক প্রান্ত সরদার বলেন, ‘কুকুরের কামড়ে আহতদের ভ্যাকসিন দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

error: দুঃখিত!