১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১১:০৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৪
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা হামলা চালিয়ে ৪ জনকে গুরুতর আহত করেছে। বেপরোয়াভাবে মোটরসাইকেল চালালে তাতে বাঁধা প্রদান করলে হামলার শিকার হন এই ৪ জন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে কিশোর গ্যাংয়ের ১০ সদস্য কে আটক করেছে পুলিশ।

অভিযোগ সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৫ মে) আনুমানিক দুপুর ২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের হাওলাদার বাড়ি মসজিদের সামনের পাকা রাস্তায় চন্দনধুল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো: জাহিদুল ইসলাম এর নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আলামিন (২২), আশিক (২০), মারুফ (১৮), অপু (১৮) এর উপর হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তাদের কাছে থাকা ২টি মোবাইল ও নগদ ২৩৫০০ টাকা ছিনিয়ে নেয় ও প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

স্থানীয় এলাকাবাসী জানান, এই কিশোর গ্যাংটিতে ৪০/৫০ জনের সক্রিয় সদস্য রয়েছে এদের সবার বয়স ১৭ থেকে ২০ বছর। এরা দীর্ঘদিন যাবত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের বিভিন্ন ভাবে হয়রানি করে। এলাকায় চাঁদাবাজি,  মাদকদ্রব্য সেবন, মাদকদ্রব্য বিক্রি করে আসছে এরা।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন জানান, অপরাধী যেই হোক তাদের কোন ছাড় দেওয়া হবে না। কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে আমরা ঘটনাস্থল থেকে জড়িত ১০ জনকে আটক করি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

error: দুঃখিত!