১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ১১:৫৩
মুন্সিগঞ্জে কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৫ লক্ষ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল ও ৯০ কেজি মা ইলিশ জব্দ করেছে চর আব্দুল্লাহপুর নৌ ফাড়িঁ পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার আধারা ইউনিয়নের বকচর, কালিরচর, চরআব্দুল্লাহপুর সহ মেঘনা নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় নৌ পুলিশ।

এ অভিযানের নেতৃত্ব দেন চরআব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো. ফারুক হোসেন।

তিনি জানান, মঙ্গলবার ভোর থেকে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালকালে বকচর, কালিরচর, চরআব্দুল্লাহপুর সহ মেঘনা নদী তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৫ লক্ষ মিটার কারেন্ট জালসহ ৯০ কেজি মা ইলিশ জব্দ করি।

অভিযানে ১ টি ট্রলার ও ২ জনকে আটক করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত অবৈধ কারেন্ট জালের প্রকৃত মালিকদের খোজা হচ্ছে। এইসব অসাধু মালিকদের খুজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: দুঃখিত!