১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ২:১০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে কাঠ মিস্ত্রি’র আত্মহত্যা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ এপ্রিল, ২০২১, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে হাফিজুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি কাঠ মিস্ত্রি’র কাজ করতেন।

গতকাল বুধবার (১৪ এপ্রিল) সকাল ৯টা’র দিকে উপজেলার হাট বালিগাঁও গ্রাম থেকে ঐ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাফিজুল ইসলাম জামালপুর জেলার চর গবিন্দ গ্রামের আ: কাদিরের ছেলে।

স্থানীয়রা জানান, হাফিজুল ইসলাম একজন কাঠ মিস্ত্রি ছিলেন। সে হাট বালিগাঁও গ্রামের শুকুর আলীর বাড়িতে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন। স্ত্রীর সাথে পারিবারিক বনিবনা না হওয়ায় বুধবার ভোর রাতে তিনি বালিগাঁও বাজার জামে মসজিদ সংলগ্ন একটি আকাশি গাছের সাথে দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

অন্যদিকে তার স্ত্রীর দাবি, তার স্বামী তাকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করত। কেন সে আত্মহত্যা করেছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এ বিষয়ে টংগিবাড়ী থানার এসআই সামাদ মল্লিক জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

error: দুঃখিত!