মুন্সিগঞ্জ, ১৬ মে, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. ওয়াহিদুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
শনিবার রাজধানীর গেণ্ডারিয়ায় তার নিজ বাসভবনে তিনি মারা যান। ১২ দিন আগে তিনি করোনায় আক্রান্ত হন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জগলুল হালদার ভুতু, সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক প্রমুখ।