মুন্সিগঞ্জ, ১৬ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে শিশু একাডেমির বিভিন্ন বিভাগের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।
শনিবার (১৬ মে) দুপুরে শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কের শিশু একাডেমি প্রাঙ্গনে একাডেমির প্রাক-প্রাথমিক ও বিভিন্ন সাংস্কৃতিক বিভাগের প্রশিক্ষণার্থীদের মাঝে তিনি এই খাদ্যসামগ্রী বিতরণ করেন
এসময় মৃণাল কান্তি দাস বলেন, ‘আজকের শিশুরাই আগামীর ভবিষৎ। মাননীয় প্রধানমন্ত্রী সবসময়ই শিশুদের জন্য আলাদা করে ভাবেন। এই করোনা পরিস্থিতিতেও শিশুদের সর্বোচ্চ সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
তিনি বলেন, ‘করোনা আমাদেও নতুন করে বাঁচতে শিখিয়েছে। নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি কওে দিয়েছে।আমাদের রাজনীতিবীদদেও জন্য জনসেবার নতুন দ্বার উন্ম্ােচন করে দিয়েছে।’
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দেওয়ান হাফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, বাংলাদেশ ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাস, পৌর কাউন্সিলর জাকির হোসেন, ফরহাদ হোসেন আবির, দর্পণ হোসেন, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর নার্গিস আক্তার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ প্রমুখ।