শিহাব অাহমেদ: মুন্সিগঞ্জ সদর থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, মাদক-অস্র সহ বহু মামলার ওয়ারেন্টভুক্ত অাসামী মেহেদী হাসান অংকন (২৭) কে অাজ বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বানিয়াল গ্রাম থেকে ম্যাগজিন ভর্তি ইউএসএ’র তৈরী একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ অাটক করেছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ।
এসময় অংকন এর সঙ্গে থাকা অারও ৩জনকে অাটক করা হয়। পুলিশের দেয়া তথ্য মতে তারাও সন্ত্রাসী ও অংকন এর সহচর।
অাজ ১ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪টার দিকে অাকস্মিক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
অংকন কে দীর্ঘদিন ধরে খুজছিলো পুলিশ। অংকনকে গ্রেফতারে পুলিশের অবহেলা নিয়ে ‘অামার বিক্রমপুর’ এ সংবাদও প্রকাশিত হয়।
অংকন এর সাথে অাটক অন্যরা হলো: হুমায়ুন কবির (২২) ও রাসুল (২৫)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইউনুচ আলী জানান, ‘রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় অংকন কে শত চেষ্টা করেও গ্রেফতার করা যায়নি। তবে পুলিশ তাকে গ্রেফতারে সবসময়ই সচেষ্ট ছিলো।
অভিযানে যোগ হওয়া মুন্সিগঞ্জ সদর থানার এসঅাই সৈকত ঘটনার বর্ণনা দিয়ে জানান, ‘প্রায় ৩মাস ধরে অংকন এর বিষয়ে খোজ নিয়ে অাজ তার অবস্থান নিশ্চিত হওয়ার পরে অামার সহকর্মী এ এস অাই রাম প্রসাদ প্রথমে তাকে ধরতে গেলে সে প্রথমে তার হাতে থাকা অস্র পুলিশের দিকে তাক করতে চেষ্টা করে। এরপর তৎক্ষনাৎ উনি পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে অংকন কে অাটক করতে সফল হয়। এরপরে ওসি স্যার ঘটনা শুনে সাথে সাথে ঘটনাস্থলে পৌছে অংকন সহ অাটককৃতদের থানায় নিয়ে অাসে’