২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | বিকাল ৫:৩৬
মুন্সিগঞ্জে ওএমএসের চাল মাপে কম দেয়ায় ৫০হাজার টাকা জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ মে, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে হতদরিদ্রদের জন্য সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দামের চাল মাপে কম দেওয়ায় আব্দুল করিম বেপারী নামের এক ডিলারকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৭ মে) দুপুরে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পাইকপাড়া চৌরাস্তা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়।

ভাম্যমান আদালত সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুফলভোগীদের মাঝে বিতরণকালে মাপে কম দেয়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ হাসিনা আক্তার পাইকপাড়া চৌরাস্তায় করিম বেপারীর দোকানে অভিযান পরিচালনা করে।  

এসসয় জনপ্রতি ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও প্রত্যেককে ৪, ৫ কেজি করে চাল কম দেয়ার প্রমাণ পান আদালত। এর পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে করিম বেপারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। করিম বেপারী  স্থানীয় সামাদ বেপারীর পুত্র।