মুন্সিগঞ্জ, ৩ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে আখ চুরির অপবাদে এক এতিম শিশুকে (১২) গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত করিম মাদবরকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার উপজেলার আড়িয়ল ইউনিয়নের পূর্ব নিতিরা গ্রামে ওই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বুধবার (৩ জুলাই) ভুক্তভোগী শিশুটির চাচা আলমগীর সরদার বাদী হয়ে মামলা করেন।
মারধরের শিকার শিশুর নাম মো. সিয়াম (১২)। সে উপজেলার সোনারং গ্রামের টুটুল সরদারের ছেলে। মা-বাবার বিচ্ছেদের পর তাকে কেউই নিজের কাছে রাখেনি। মা অন্য জায়গায় বিয়ে করায় নানা মো. মন্নান শেখের কাছে থেকে নিতিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে সে।
স্থানীয়রা জানান, গত সোমবার তিন কিশোর করিম মাদবরের খেতের আখ না জানিয়ে খেয়ে ফেলে। এ ঘটনায় চুরির অপবাদ দিয়ে একই গ্রামের সিয়ামের দুই হাত গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে লাঠি দিয়ে মারধর করেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা শোয়েব আলী বলেন, শিশু নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় করিম মাদবর নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।