মুন্সিগঞ্জ, ২৬ এপ্রিল, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার (২৫ এপ্রিল) বিকাল সোয়া ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানে ৬০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন মুন্সিগঞ্জ সদর উপজেলার মহেশপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তাকে মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন মাকাহাট্টি গ্রামস্থ মাকাহট্টি বাজারস্থ আল-আমিন স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে একটি চৌকস টিম মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় তার কাছ থেকে ৬০পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেট জব্দ করা হয়েছে।
র্যাব-১১ জানায়, মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য।
উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।