মুন্সিগঞ্জ, ১৭ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা সহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি জানায়, বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে মুন্সিগঞ্জ সদর থানার গোপ পাড়া ও রিকাবীবাজার পূর্বপাড়া থেকে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তিরা হলেন, নৈদিঘীরপাড় এলাকার আব্দুল হাই এর ছেলে মোঃ রিপন (৫০) ও পূর্বপাড়া এলাকার দেলোয়ার হোসেন এর ছেলে মোহাম্মদ হোসেন (১৯)।
তাদের কাছ থেকে ২৩ পিছ ও ১৮০ পিছ সর্বমোট ২০৩ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২ নং মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক ব্যবসার ৭৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোজাম্মেল হক ‘আমার বিক্রমপুর’ কে জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় ভিন্ন ভিন্ন দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে।