মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে বিএনপির সদ্য পদত্যাগী সহ-সভাপতি আক্তার হোসেন সোমবার জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনের কাছে ফুলের নৌকা দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
যোগদানের বিষয়টি অাগে থেকেই জানতেন তিনি।
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করার আট দিন পর আক্তার হোসেন অাসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের পক্ষে ‘সুবিধা’ নিতে আওয়ামী লীগে যোগ দিলেন।
প্রায় দুই হাজার লোক নিয়ে সোমবার বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনের কাছে ফুলের নৌকা দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন আক্তার হোসেন।
এর অাগে গত ৭ ফেব্রুয়ারি বিএনপির সব সাংগঠনিক কার্যক্রম থেকে পদত্যাগ করেন অাক্তার হোসেন।