মুন্সিগঞ্জ, ৭ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শহিদুজ্জামানকে (৪৮) মুন্সিগঞ্জ সুপারমার্কেট এলাকা থেকে আটক করে গত ৪ আগস্ট জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে নিহত রিয়াজুল ফরাজী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে সদর থানা পুলিশ।
অনুসন্ধানে দেখা গেছে, বাদীর জমা দেয়া মামলার এজাহারে ইউপি চেয়ারম্যানের নাম নেই।
মামলাটির বাদী রিয়াজুল ফরাজীর স্ত্রী রুমা আক্তারের পক্ষে তার মেয়ে রিয়া মনি আমার বিক্রমপুর কে বলেন, ‘মো. শহিদুজ্জামান নামে কাউকে আমরা চিনি না। পুলিশ কেন তাকে ধরে আমার বাবা হত্যা মামলায় নাম দিলো জানি না। এগুলো ঠিক নয়।’
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক তদন্ত সজিব দে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শ্রমিক রিয়াজুল ফরাজী হত্যার মামলায় বাদীর জমা দেয়া এজাহারে তার নাম নেই। তবে তাকে আটকের পর ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
জানা গেছে, হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শহিদুজ্জামানকে বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য কোন রিমান্ড চাওয়া হয়নি।